শুক্রবার ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ছাত্র আন্দোলনে উত্তাল ইন্দোনেশিয়া

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট

ছাত্র আন্দোলনে উত্তাল ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ায় নতুন সরকারের বিরুদ্ধে ছাত্রদের বিক্ষোভ চলছে। অন্যদিকে থাইল্যান্ড, কম্বোডিয়া, ফিলিপাইন, লাওস এবং ব্রুনাইয়ের নেতৃত্বে রয়েছেন সেসব দেশের সাবেক নেতাদের সন্তানরা।

 

গত আগস্টে বাংলাদেশে ছাত্রদের নেতৃত্বে হওয়া বিক্ষোভের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন, যেটি দেশের রাজনৈতিক পরিবারতন্ত্রের একটি অধ্যায়ের সমাপ্তি ঘটায়। এর আগে তার বাবা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বাধীনতার পথে নিয়ে যান। খবর দ্য গার্ডিয়ানের।

প্রতিবেদনে বলা হয়, ইন্দোনেশিয়াতেও ছাত্রদের বিক্ষোভ চলছে। নির্বাচনী আইন পরিবর্তনের ফলে প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ানতো এবং ভাইস প্রেসিডেন্ট হিসেবে বর্তমান প্রেসিডেন্ট জোকো উইদোদোর ছেলে গিবরান রাকাবুমিং রাকা শপথ নিতে চলেছেন। এশিয়ার বিভিন্ন দেশে প্রভাবশালী রাজনৈতিক পরিবারগুলো নিজেদের ক্ষমতা প্রজন্মের পর প্রজন্ম আঁকড়ে ধরে রাখছে।

 

বিশেষজ্ঞরা মনে করেন, সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য রাজনৈতিক পরিবারতন্ত্রের জন্য একটি বড় কারণ। ইন্দোনেশিয়ার ক্ষেত্রে ২০১৪ সালে জোকো উইদোদো বা জোকোই একজন অরাজনৈতিক ব্যক্তি থেকে রাজনীতিক হিসেবে ক্ষমতায় আসেন। কিন্তু রাজনীতিতে এসেই এখন তার বিরুদ্ধে পরিবারের জন্য ক্ষমতা কুক্ষিগত করার অভিযোগ উঠেছে। তার ছেলেকে বয়সের নিয়ম পরিবর্তন করে ভাইস প্রেসিডেন্ট পদে মনোনয়ন দেওয়ার প্রস্তাব নিয়ে দেশজুড়ে ক্ষোভ তৈরি হয়েছে।

 

কম্বোডিয়ার দীর্ঘমেয়াদি নেতা হুন সেন তার পুত্র হুন মানেতকে ক্ষমতায় বসিয়েছেন, যিনি যুক্তরাজ্যের ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন।

 

ফিলিপাইনের প্রেসিডেন্ট ফের্ডিনান্ড মার্কোস জুনিয়র, যিনি একজন সাবেক প্রেসিডেন্টের ছেলে, তিনিও যুক্তরাজ্যে পড়াশোনা করেছেন। এশিয়ার রাজনৈতিক পরিবারতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ চললেও, সেগুলো বাস্তবায়িত বিরোধিতায় পরিণত হচ্ছে না।

বিশেষজ্ঞদের মতে, রাজনৈতিক দলগুলো দুর্বল এবং আন্দোলনগুলোও অপ্রতিষ্ঠিত। ফলে ক্ষমতায় থাকা পরিবারগুলো তাদের রাজনৈতিক প্রভাব ধরে রাখছে এবং রাজনৈতিক বিরোধিতাকে চাপা দিয়ে দিচ্ছে। বাংলাদেশে শেখ হাসিনার পদত্যাগের পর, তার পুত্র সজীব ওয়াজেদ জয় ছাত্রদের ‘অকৃতজ্ঞ’ হিসেবে উল্লেখ করেছেন এবং নিজের রাজনৈতিক ভবিষ্যতের ব্যাপারে অনিচ্ছা প্রকাশ করেছেন। যদিও কয়েকদিন পরেই দেশকে নেতৃত্বের শূন্যতা থেকে বাঁচানোর জন্য রাজনীতিতে প্রবেশ করতে তিনি প্রস্তুত বলে জানিয়েছেন।

Facebook Comments Box
advertisement

Posted ০৯:৫৩ | সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com