নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট
চেন্নাইয়ে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে জিততে হলে ৫১৫ রান তাড়া করতে হবে বাংলাদেশকে। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৮৭ রান করে ইনিংস ঘোষণা করেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তাতে বাংলাদেশের লক্ষ্য দাঁড়িয়েছে ৫১৫ রান।
বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ শুরুট করেছে ভালোই। দুই ওপেনার সাদমান ইসলাম এবং জাকির হোসেন মিলে ৫৬ রান করে চা বিরতিতে যান। এখন তৃতীয় সেশনের ব্যাটিং করছেন এ দুজন।
এদিকে হাতে দুই দিন এবং দশ উইকেট থাকলেও চেন্নাই টেস্টে জিততে হলে বিশ্বরেকর্ড গড়তে হবে টাইগারদের। সাদা পোশাকে সবথেকে বেশি রান তাড়া করে জেতার রেকর্ডটি ওয়েস্ট ইন্ডিজের।
২০০৩ সালে সেন্ট জোন্সে জয়ের জন্য ক্যারিবীয়দের ৪১৮ রানের লক্ষ্য দিয়েছিল স্টিভ ওয়াহর অস্ট্রেলিয়া। ম্যাচটি শেষ পর্যন্ত জিতে নিয়েছিলেন ব্রায়ান লারারা। ওয়েস্ট ইন্ডিজ ছাড়া চারশর বেশি রান তাড়া করে জেতার রেকর্ড আছে দক্ষিণ আফ্রিকা, ভারত এবং অস্ট্রেলিয়ার।
এদিকে টেস্টে বাংলাদেশ সর্বোচ্চ ২১৫ রানের লক্ষ্য করে জিতেছে। ২০০৯ সালে গ্রেনাডায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই জয় পেয়েছিল টাইগাররা। সূএ: ঢাকা মেইল ডটকম
Posted ১১:১২ | শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain