নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট
আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে স্মার্টফোন। ঘরে বা বাইরে সব জায়গায় এটি ব্যবহৃত হয়, ফলে ধুলা-ময়লা, আঙুলের ছাপ, এবং ব্যাকটেরিয়া ফোনের স্ক্রিনে জমে যায়। তবে সঠিক পদ্ধতিতে ফোন পরিষ্কার না করলে ডিভাইসের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে।
পরিষ্কার করতে প্রথমেই ফোনের সাথে থাকা চার্জার, ডাটা কেবল বা অন্য কোনো সংযুক্ত জিনিস খুলে ফেলুন। যদি ফোনে কভার থাকে, সেটাও খুলে নিতে হবে। এরপর ফোনটি বন্ধ করে নিন। ভেজা নরম কাপড় দিয়ে ফোনের ওপরের, নিচের এবং পাশের অংশ মুছুন। যদি কোনো জায়গায় ময়লা শক্তভাবে লেগে থাকে, তাহলে হালকাভাবে বারবার ঘষুন। তবে ফোনে সরাসরি লিকুইড ব্যবহার করবেন না, কারণ লিকুইড ফোনের ভেতরের অংশে প্রবেশ করলে সেটি পুরোপুরি নষ্ট হতে পারে।
স্পিকার এবং চার্জিং পোর্ট পরিষ্কারের সময় অনেকেই ভুল করেন, যা ফোনের বড় ধরনের ক্ষতি করতে পারে। অনেকেই চার্জিং পোর্ট পরিষ্কার করতে খোঁচাখুঁচি করেন বা ছুঁচালো কিছু দিয়ে ময়লা বের করার চেষ্টা করেন। আবার কেউ কেউ টুথব্রাশ দিয়ে পোর্ট পরিষ্কার করেন, যা আরও বিপদ ডেকে আনতে পারে, কারণ ব্রাশের সূক্ষ্ম রোঁয়া পোর্টের ভেতরে ঢুকে যেতে পারে।
বিশেষ করে আইফোনের লাইটনিং পোর্টে সহজেই ধুলা-ময়লা জমে। এটি আলতো হাতে পরিষ্কার করতে হবে এবং ভেজা কাপড় কখনোই ব্যবহার করা যাবে না। অনেকেই অ্যালকোহল দিয়ে আইফোনের চার্জিং পোর্ট পরিষ্কার করার চেষ্টা করেন, যা ফোনের দীর্ঘমেয়াদী ক্ষতি করতে পারে। সঠিক পদ্ধতিতে যত্ন না নিলে স্মার্টফোন দীর্ঘস্থায়ী ক্ষতির সম্মুখীন হতে পারে, তাই সতর্ক থাকা জরুরি।
Posted ০৯:২৯ | মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain