
| বুধবার, ৩১ আগস্ট ২০২২ | প্রিন্ট
এ জেড ভূঁইয়া সংবাদদাতা, চট্টগ্রাম : অদ্য ৩১আগস্ট চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলির নেতৃত্বে চট্টগ্রাম শহরের বহদ্দারহাট মোড়, বহদ্দারহাট কাঁচা বাজার গলি, এশিয়ান হাইওয়ের বহদ্দারহাট থেকে মুরাদপুর এবং ২নং গেইট থেকে জিইসি পর্যন্ত এলাকায় এক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৭২হাজার টাকা জরিমানা করেছে।
এসময় সড়ক ও ফুটপাত দখল করায় প্রায় ৫০টি অবৈধ দোকানপাট, স্থাপনা ও স্ল্যাব উচ্ছেদ করা হয়। পথচারীসহ যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৮ ব্যক্তিকে ৭২ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে আরেক অভিযানে,স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন এর নেতৃত্বে শহরের দেওয়ানহাট মোড় থেকে কদমতলী এলাকা পর্যন্ত ফুটপাত, নালা ও রাস্তা দখল করে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৯ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এতে সাড়ে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
Posted ১৭:৪৬ | বুধবার, ৩১ আগস্ট ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | admin