
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৬ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
টানা ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে চট্টগ্রাম মহানগরীতে বিএনপির ১০ নেতাকর্মীকে আটকের অভিযোগ পাওয়া গেছে। রোববার সন্ধ্যা থেকে সোমবার বিকেল পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা ইদ্রিস আলী।
তিনি বলেন, সরকার পতনের একদফা দাবি এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ অসংখ্য নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে বিএনপির ডাকা অবরোধের দ্বিতীয় দিনে নগরী ও জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রামের বিএনপি নেতাকর্মীরা। অবরোধকে কেন্দ্র করে পুলিশ বিএনপির ১০ নেতাকর্মীকে আটক করেছে।
অবরোধের দ্বিতীয় দিন সোমবার দুপুরে চট্টগ্রাম মহানগরীর কাজির দেউরী ও অসকার দিঘির পাড় এলাকায় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন ও আবদুল মান্নানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করে, বেলা ১১টায় চট্টগ্রাম মেডিকেলের পূর্ব গেট ও পবর্তক মোড় এলাকায় চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান ও সদস্য সচিব বেলায়েত হোসেন বুলুর নেতৃত্বে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল, সকালে নগরের সিটি গেইট এলাকায় ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ড বিএনপি মিছিল, পাহাড়তলী বাজার এলাকায় চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সভাপতি ফজলুল হক সুমনের নেতৃত্বে এবং সিটি গেট এলাকায় উত্তর কাট্টলী ওয়ার্ড যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মিছিল করে, পাঁচলাইশ থানার বিবিরহাট এলাকায় থানা যুবদলের আহ্বায়ক মো. আলী সাকীর নেতৃত্বে যুবদলের নেতাকর্মীরা ও বাকলিয়া থানা যুবদলের সদস্য সচিব মো. মুছার নেতৃত্বে কালামিয়া বাজার ও রাহাত্তার পুল এলাকায় বিক্ষোভ মিছিল করে যুবদলের নেতাকর্মীরা।
এছাড়াও চান্দগাঁও আরকান সড়কে সিএন্ডবি পেট্রোল পাম্প এলাকায় ৪ নং চান্দগাঁও ওয়ার্ড যুবদল ও ২৭ নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড যুবদলের উদ্যোগে বড়পুল এবং দুপুরে ডবলমুরিং থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আগ্রাবাদ অ্যাক্সেস রোডে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
আটকরা হলেন- চাঁন্দগাও থানা ছাত্রদলের সদস্য রনি হোসেন ও চাঁন্দগাও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজিম উদ্দীনকে চাঁন্দগাও থানা পুলিশ, সোমবার সন্ধ্যায় চকবাজার ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ আবদুল গফুরকে কাপাসগোলায় তার নিজ দোকান থেকে আটক করেছে পাঁচলাইশ থানা পুলিশ। রোববার রাতে ৪১নং ওয়ার্ড থেকে পতেঙ্গা থানা ছাত্রদল নেতা মো. ফাহিম ও ৪০নং ওয়ার্ড থেকে মো. ফোরকান ও মো. নোমানকে তাদের বাসা থেকে আটক করে পতেঙ্গা থানা পুলিশ এবং ৩৮নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক মো. খান ও ওয়ার্ড যুবদল নেতা মো. হিরাকে আটক করেছে বন্দর থানা পুলিশ।
Posted ১৫:৩৪ | সোমবার, ০৬ নভেম্বর ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain