
মোঃআওরঙ্গজেব ভূঁইয়া | মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩ | প্রিন্ট
চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদ ত্যাগ করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান সীতাকুন্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আল মামুন। জানা গেছে, দলের সাংগঠনিক কার্যক্রমে আরও বেশি সময় দিতে এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন। গতবার তিনি উপজেলা চেয়ারম্যানের পদে থাকায় দলীয় মনোনয়ন চেয়ে ব্যর্থ হয়েছিলেন।
এবার তিনি চট্টগ্রাম-৪ সংসদীয় আসন থেকে আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য পদে লড়তে চান। উল্লেখ্য এস এম আল মামুনের বাবা এবিএম আবুল কাশেম মাস্টার মৃত্যুর আগে দুইবার এই আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি ছিলেন। সোমবার অক্টোবর স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর এস এম আল মামুন নিজের পদত্যাগ পত্র জমা দিয়েছেন। যদিও তিনি ব্যক্তিগত ও পারিবারিক কারণে আর উপজেলা চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করতে পারছেন না জানিয়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের মাধ্যমে পদত্যাগ পত্রটি জমা দেন।
এদিকে এস এম আল মামুন বিকেলে সীতাকুণ্ড উপজেলা পরিষদের নিজ কার্যালয়ে সাংবাদিকদের জানান, আমি গতবারও দলের মনোনয়ন চেয়েছিলাম। তবে তখন উপজেলা চেয়ারম্যান পদে দায়িত্বে থাকায় দলীয় সিদ্ধান্তে মনোনয়ন পাইনি। এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে বিজয়ী হয়ে আরও বড় পরিসরে জনগণের সেবা এবং সাংগঠনিক কার্যক্রমে আরও বেশি সময় দিতে আমি সিদ্ধান্ত নিয়েছি।তিনি বলেন, আশাকরি প্রধানমন্ত্রী আমাকে জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন দিয়ে তাঁর উন্নয়ন যাত্রার সহযোগী করবেন।
Posted ১৫:০০ | মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin