চট্টগ্রাম : ১১ নভেম্বর শনিবার বেলা ১১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক)হাসপাতালের বহির্বিভাগসহ বিভিন্ন ওয়ার্ডের সামনে থেকে পুলিশ পাঁচ প্রতারক কে গ্রেপ্তার করেছে ।
গ্রেপ্তাররা হলো, চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার বাহাদুর পাড়া গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে জুয়েল ইফতেখার শাওন (২৯), সীতাকুণ্ড উপজেলার মৃত আলী আহমদের ছেলে আলাউদ্দিন ওরফে মাসুদ (৪২), ভোলা জেলার লালমোহন উপজেলার আনিছ মিয়ার হাট আদেলার বাড়ি গ্রামের মৃত মিল্লাত হাওলাদারের ছেলে মো. সজীব হাওলাদার (২৪), খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলাধীন কাজীপাড়া গ্রামের মো. বাচ্চু মিয়ার ছেলে শামীম (২৮) এবং চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পহরচান্দা গ্রামের মোজাফ্ফরের ছেলে ওমর ফারুক (৩২)।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, সকাল থেকে তারা চমেক হাসপাতাল থেকে বেসরকারি হাসপাতালে রোগী বাগানোর কাজে নিয়োজিত সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় হাসপাতালের বর্হিবিভাগ ও বিভিন্ন ওয়ার্ডের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। চিকিৎসার ব্যবস্থা করাসহ নানা উদ্ভট প্রতিশ্রুতি দিয়ে রোগীদের নানাভাবে হয়রানি করতেন তারা। তাদের বিরুদ্ধে নগরের পাঁচলাইশ থানায় মামলা দায়ের করে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
Like this:
Like Loading...
Related