
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৫ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা বন্ধে ব্যর্থতার দায়ে এবং এই ভয়াবহ হামলায় উস্কানি দেওয়ার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে মামলা হয়েছে।
এছাড়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনকেও এই মামলায় আসামি করা হয়েছে।
গত সোমবার ক্যালফোর্নিয়ার ফেডারেল আদালতে এই মামলা দায়ের করেছে নিউইয়র্ক-ভিত্তিক নাগরিক স্বাধীনতা গ্রুপ সেন্টার ফর কনস্টিউশনাল রাইটস (সিসিআর) নামের একটি সংস্থা।
গত ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে অতর্কিত নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এতে ইসরায়েলের প্রায় ১ হাজার ২০০ জন নিহত হয়েছে বলে তেল আবিবের দাবি। এরপর থেকে গাজায় প্রতিশোধমূলক হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত ১১ হাজার ২০০ জনেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যার মধ্যে প্রায় অর্ধেকই শিশু। এ সংঘাতে ইসরায়েলকে অস্ত্র-গোলাবারুদ দিয়ে সহায়তা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। সূত্র: আল জাজিরা
Posted ০৫:২৫ | বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain