
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৩ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হানাদার ইসরায়েলের নজিরবিহীন হামলায় অন্তত ৬০টি মসজিদ ধ্বংস হয়ে গেছে।
সোমবার (১৩ নভেম্বর) স্থানীয় সংবাদমাধ্যম ওয়াফার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, গত ৭ অক্টোবর হামলা শুরু হওয়ার পর থেকে হাসপাতাল, মসজিদসহ গাজার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা ফেলছে ইসরায়েল। সর্বশেষ উত্তর গাজার আল-সালাম মসজিদটি ধ্বংস করেছে ইসরায়েল।
জানা যায়, শহরের অধিকাংশ উপাসনালয় ধ্বংস হয়ে গেছে। যদিও ঐতিহাসিক স্থাপনা, উপাসনালয়, হাসপাতাল আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী যুদ্ধে হামলার আওতা মুক্ত হওয়ার কথা।
এদিকে যুক্তরাষ্ট্র, ইউরোপসহ ইসরায়েল ঘনিষ্ঠ দেশগুলো এখনো হামাসকে দায়ী করে বলছে, হামাস সাধারণ মানুষকে ঢাল হিসবে ব্যবহার করছে। ইসরায়েলে ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় ভয়াবহ হামলা শুরু করে ইসরায়েল। দীর্ঘ এক মাসের বেশি সময় ধরে বিমান হামলার পাশাপাশি স্থল অভিযানও চালাচ্ছে তেল আবিব। ফলে গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে।
গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকে ১১ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এরপরও উপত্যকাটিতে হামলার তীব্রতা কমাচ্ছে না ইসরায়েলি বাহিনী। গত কয়েক দিনে গাজার বিভিন্ন হাসপাতালেও নিশানা করছে তারা। এতে গাজার প্রধান দুটি হাসপাতাল বন্ধ হয়ে গিয়েছে। হাসপাতালের ইনসেন্টিভ কেয়ারে চিকিৎসারত শিশুরা সবচেয়ে বেশি হুমকিতে আছে। এখন পর্যন্ত দুটি শিশু চিকিৎসার অভাবে মারা গেছে।
তবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রীর পক্ষ থেকে হামলা বন্ধের আহ্বান করা হলেও বৃহস্পতিবার নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন, হামাস জিম্মিদের মুক্তি না দেওয়া পর্যন্ত গাজায় কোনও যুদ্ধবিরতি দেওয়া হবে না।
Posted ১৫:৫৩ | সোমবার, ১৩ নভেম্বর ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain