
| শুক্রবার, ০৪ মে ২০১৮ | প্রিন্ট
ঢাকা, ৪ মে : খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক অসুস্থ হয়ে পাবনার পপুলার হাসপাতালে ভর্তি হয়েছেন। অসুস্থ হয়ে পড়লে গত ৩ মে বৃহস্পতিবার বিকালে তাঁকে পাবনা পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। গত ২৮ এপ্রিল তিনি ঢাকা থেকে তাঁর এলাকা পাবনায় যান।
১ মে তিনি অসুস্থ হয়ে পড়লে বাসায় এসে চিকিৎসকরা তাঁর চিকিৎসা দেন। কিন্তু তাঁর অবস্থার উন্নতি না হওয়ায় গতকাল তাঁকে পাবনা পপুলার হাসপাতালে ভর্তি কারা হয়। বর্তমানে তিনি প্রফেসর ডাঃ ওমর আলীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।
খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের আজ প্রদত্ত এক বিবৃততে আমীরে মজলিস অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাকের সুস্থতার জন্যে দেশবাসীর নিকট বিশেষ দোয়া কামনা করেছেন।
Posted ১৩:৪১ | শুক্রবার, ০৪ মে ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | admin