
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৩ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
ভারতের মাটিতে চলমান ওয়ানডে বিশ্বকাপে চরম্ভাবে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও টাইগাররা পরাজিত হয়েছে পরের ছয়টিতেই। বিশ্বমঞ্চে এমন বাজে পারফর্ম্যান্সের কারণে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির দরজাও বন্ধ হবার যোগাড় লাল-সবুজ দলের জন্য।
সেমিফাইনাল খেলার লক্ষ্য নিয়ে বিশ্বকাপে খেলতে যাওয়া টাইগাররা হেরেছে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচেও। টানা হারতে থাকা দল নিয়ে চরম হতাশ দেশের ক্রিকেটপাগল সমর্থকরা। বিভিন্ন ভাবেই ক্রিকেটারদের সমালোচনা হচ্ছে এসব কারণেই। সমালোচনা হচ্ছে গণমাধ্যমেও। তবে দেশের ক্রিকেটের এমন খারাপ সময়ে গণমাধ্যমমে দলের পাশে থাকার আহ্বান জানিয়েছেন তামিম ইকবাল।
তামিম বলেন, ‘ক্রিকেট এমন একটা জিনিস যেটা মানুষকে একত্র করে। আমরা ক্রিকেট নিয়ে এতো ইমোশনাল যে, যখন ভালো হয় না আমাদের মনে হয় দুনিয়া শেষ হয়ে গেল। আর যখন ভালো হয় তখন আমাদের মনে হয় সব জয় করে নিয়েছি। এখন আমরা একটু কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। যেহেতু আপনারা একটি মিডিয়া। আমি বলব, চেষ্টা করেন এই মুহূর্তে দলের পাশে থাকতে। সবাই কোনো না কোনো জায়গায় হতাশা বের করে নেয়।
বিশ্বকাপে বাংলাদেশ দলের হয়ে যে ১৫ জন খেলছে তাদের কথা উল্লেখ করে তামিম বলেন, ‘একটু চিন্তা করেন ১৫টা ছেলে ওখানে গিয়ে চেষ্টা করছে। তাদের পরিবার বা তাদের ওপর কীভাবে প্রতিক্রিয়াটা পড়েছে। আমি জানি এটা কঠিন সময়, আমরা জাতিকে হতাশ করেছি। কিন্তু দিন শেষে ওরা সবাই মানুষ।
তামিম কথা বলেছেন নিজের ভবিষ্যৎ নিয়েও। তবে সুস্পষ্ট করে কিছু না বললেও তামিম বলেন, ‘আমি খেলি বা না খেলি সেটা ব্যাপার না। বাংলাদেশ খেলছে আমাদের সমর্থন করা উচিত। জানি না খেলব কি খেলব না সামনে। যদি খেলি তাহলে মাঠে দেখবেন আর যদি না খেলি তাহলে সেইম। দোয়া করবেন আমার জন্যে।’
Posted ১০:২৬ | শুক্রবার, ০৩ নভেম্বর ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain