নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১২ জুন ২০২৪ | প্রিন্ট
কুয়েতের দক্ষিণ আহমেদি গভর্নরেটের মানগাফ এলাকায় একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অনেকে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভবনে অগ্নিকাণ্ডে আহতদের যথাযথ চিকিৎসা সেবা দেয়ার জন্য মেডিকেল দলগুলো তাদের সর্বোচ্চ চেষ্টা করছে।-রয়টার্স
Posted ০৯:৫৯ | বুধবার, ১২ জুন ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain