নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৫ জুন ২০২৪ | প্রিন্ট
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আজ ভোর থেকেই থেমে থেমে যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। চন্দ্রা মোড়কে কেন্দ্র করে যানজটের সৃষ্টি হয়েছে। যাত্রীরা ঝুঁকি নিয়েই বিভিন্ন পণ্যবাহী ট্রাক ও পিকআপ ভ্যান ও ছাদে করে বাড়ি ফিরছেন। আইনশৃঙ্খলা বাহিনী যানজট নিরসনের জন্য কাজ করে যাচ্ছে।
এক যাত্রী জানান, সাভার থেকে চন্দ্র এসেছি প্রায় তিন ঘন্টা লেগেছে। সিরাজগঞ্জ যাব কত সময় লাগবে তা বলতে পারছি না।
সফিক নিয়া জানান, গাড়ি ভাড়া অনেক বেশি বগুড়া যাব তিনগুণ ভাড়া বেশি চাচ্ছে। এর জন্য দাঁড়িয়ে রয়েছে। এখন কি করব বুঝে উঠছে উঠতে পারছি না।
নাওজোর থানার ওসি শাহাদাত হোসেন জানান, মহাসড়কের কে যানবাহনের চাপ রয়েছে। তবে যানজট নিয়ন্ত্রণের জন্য পুলিশ মহাসড়কে কাজ করছে।
Posted ০৬:৪০ | শনিবার, ১৫ জুন ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain