
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩ | প্রিন্ট
প্রায় দুই মাস কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। এ সময় কারাফটকের সামনে বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
গত ৩ ডিসেম্বর রাতে রাজশাহীতে বিএনপির গণসমাবেশ থেকে ফেরার পথে রাজধানীর আমিন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই সময় একই গাড়িতে থাকা জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকেও গ্রেফতার করা হয়। যদিও টুকুও ইতোমধ্যে সব মামলায় জামিন পেয়েছেন। তবে এখনো কারামুক্ত হননি তিনি।
এ বিষয়ে কারামুক্ত হওয়ার পর নুরুল ইসলাম নয়ন জানিয়েছেন, সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুও আগামীকাল (বুধবার) মুক্তি পাওয়ার কথা রয়েছে।
Posted ১৬:১৪ | মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain