
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৫ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
রাজধানীতে গত ২৮ অক্টোবর বিএনপির ডাকা মহাসমাবেশ ঘিরে যেসব সহিংসতার ঘটনা ঘটেছে এর বিপরীতে গত এক সপ্তাহে পুলিশ বাদী হয়ে ৮৯টি মামলা করেছে। এসব মামলায় গ্রেফতার করা হয়েছে দুই হাজার ১৭২ জনকে। এর বেশির ভাগই বিএনপি এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।
রোববার (৫ নভেম্বর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার কে এন রায় নিয়তি সাংবাদিকদের এসব তথ্য জানান।
পুলিশ কর্মকর্তা বলেন, আইনশৃঙ্খলার অবনতি ও সহিংসতার ঘটনায় গত এক সপ্তাহে ৮৯টি মামলা হয়েছে। এসব মামলায় দুই হাজার ১৭২ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে গতকাল শনিবার গ্রেফতার করা হয়েছে ৩৭ জনকে।
তিনি জানান, এখন পর্যন্ত রাজধানীর পল্টন থানায় সবচেয়ে বেশি ১৪টি, রমনা মডেল থানায় ছয়টি ও শাহজাহানপুর থানায় ছয়টি মামলা হয়েছে।
দীর্ঘদিন ধরে এক দফার দাবিতে আন্দোলন করে আসা বিএনপি গত ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশের ডাক দেয়। এতে সারাদেশ থেকে দলটির লাখো নেতাকর্মী নয়াপল্টনে জড়ো হন। তবে মহাসমাবেশের শুরুতেই পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে জড়ায় দলটির নেতাকর্মীরা। তাদের হামলায় এক পুলিশ সদস্য নিহত এবং অনেকে আহত হন। এক যুবদল নেতাও মারা যান। পরে পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে কয়েক মিনিটের মধ্যে নয়াপল্টনের দখল নেয়।
পুলিশি অভিযানের মুখে মহাসমাবেশ পণ্ড হয়ে যাওয়ায় পরদিন ২৯ অক্টোবর সারাদেশে হরতালের ডাক দেয় বিএনপি। হরতাল পালন শেষে এক দিনের বিরতি দিয়ে ৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর সারাদেশে টানা সর্বাত্মক অবরোধের ডাক দেয় বিএনপি। সেই কর্মসূচি শেষ হওয়ার পর আবারও দুই দিনের অবরোধ কর্মসূচি দেয় বিএনপি, যা আজ ভোর থেকে শুরু হয়েছে। বিএনপির এই কর্মসূচির সঙ্গে মিল রেখে একই কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামীও। সঙ্গে আরও কয়েকটি বিরোধী দল রয়েছে এই আন্দোলনের সঙ্গে।
Posted ১২:১১ | রবিবার, ০৫ নভেম্বর ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain