
| বুধবার, ০১ জুন ২০২২ | প্রিন্ট
দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত দুই বছর ধরে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যোগ দিতেন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে। প্রায় দুই বছর পর আজ প্রথম সশরীরে একনেক সভায় অংশ নিলেন প্রধানমন্ত্রী।
একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ বুধবার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে চলতি অর্থবছরের ১৬তম একনেক সভা বসে।
আজকের বৈঠকে ২ হাজার ৬৬৫ কোটি ২১ লাখ টাকা ব্যয়সংবলিত নয়টি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক।
দুই বছরের বেশি সময় পর একনেক সভায় প্রধানমন্ত্রীর উপস্থিতির বিষয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘কোভিডের সব শঙ্কা ভুলে গেছি এটাই তার প্রমাণ।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘একনেক সভায় প্রধানমন্ত্রীকে সশরীরে ফিরে পাওয়া স্বস্তির বিষয়। এর আগে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি একনেক বৈঠকে সভাপতিত্ব করতেন। তিনি আজকে সশরীরে উপস্থিত হলেন দুই বছর বেশি সময় পর।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনার মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। ২৬ মার্চ থেকে দেশে সবকিছু বন্ধ ঘোষণা করা হয়, যা লকডাউন নামে পরিচিতি পায়। এরপর থেকে সরকারি প্রায় সব অনুষ্ঠানে ভারচুয়ালি অংশ নেন প্রধানমন্ত্রী।
Posted ০৯:৪১ | বুধবার, ০১ জুন ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain