নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৮ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
ঢাকা, ১৮ নভেম্বর ২০২৩ : খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেছেন, চলমান সংঘাতের হাত থেকে দেশকে বাঁচাতে দলনিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের বিকল্প নেই। এজন্য ঘোষিত একতরফা তফসিল বাতিল করতে হবে। জেল, জুলুম, হামলা, মামলা আর পেশিশক্তির খেলা বন্ধ করতে হবে। অবিলম্বে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের গণহারে গ্রেফতার বন্ধ ও আলেম-উলামাসহ কারাবন্দী বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তি দিয়ে রাজনৈতিক সমঝোতার পরিবেশ সৃষ্টি করতে হবে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরির পর পুন:তফসিল ঘোষণা করতে হবে। ঘূর্ণিঝড় ’মিথিলি’র আঘাতে ক্ষতিগ্রস্থ চাষী সহ সকলকে সরকারিভাবে সহযোগীতা করতে হবে। দ্রব্যমূল্য কমাতে হবে। গার্মেন্টস শ্রমিকদের ন্যুনতম মজুরি ২৫হাজার টাকা করতে হবে। গতকাল খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে তিনি একথাগুলো বলেন।
গতকাল বিকাল সাড়ে ৩টায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে আমীরে মজলিস মাওলানা আবদুল বাছিত আজাদের সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত নির্বাহী বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম-মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, এবিএম সিরাজুল মামুন, ড: মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো: আবদুল জলিল, ডা: এ এ তাওসিফ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, অধ্যক্ষ মাওলানা সামসুজ্জামান চৌধুরী, মাস্টার আবদুল মজিদ, অধ্যাপক আহমদ আসলাম, মাওলানা শেখ মুহাম্মদ সালাহউদ্দিন, প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, সমাজকল্যাণ সম্পাদক ডা: রিফাত হোসেন মালিক, প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, যুব বিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম তুহিন, ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান, সাহাব উদ্দিন আহমদ খন্দকার, মুফতি আবদুল হক আমিনী, ডা: মোহাম্মদ আসাদুল্লাহ, মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম, জিল্লুর রহমান, বোরহান উদ্দিন সিদ্দিকী, মাওলানা আফতাব উদ্দিন, হাজী নুর হোসেন, মাওলানা আবু সালমান, সিরাজুল ইসলাম, মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার, আবদুল হান্নান, মাওলানা নেহাল আহমদ, মাওলানা নুরুল হক, আবুল হোসাইন, প্রিন্সিপাল মাওলানা আজিজুল হক প্রমুখ।
Posted ১০:৩৮ | শনিবার, ১৮ নভেম্বর ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin