নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রাক্কালে সরকারের পদত্যাগ দাবি করেছে বিএনপি। দলটির পক্ষ থেকে তফসিল ঘোষণার তোড়জোড়কে নাটক আখ্যায়িত করে সরকারকে পদত্যাগের আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এই তফসিলে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার (১৫ নভেম্বর) জাতির উদ্দেশে টেলিভিশনে ভাষণের মাধ্যমে নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারেন প্রধান নির্বাচন কমিশনার। বুধবার বিকেলে নির্বাচন কমিশনের বৈঠকও ডাকা হয়েছে।
রিজভী বলেন, ‘জনগণের দাবি উপেক্ষা করে একতরফা নির্বাচন করার জন্য উন্মত্ত-উদ্ভ্রান্ত হয়ে গেছে সরকার। শেখ হাসিনা তার আজ্ঞাবহ নির্বাচন কমিশনকে দিয়ে অবৈধভাবে তফসিল দেওয়ার পাঁয়তারা শুরু করেছেন। আমরা কঠোর ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই- এই তফসিল নাটক বন্ধ করুন; আগে পদত্যাগ করুন। কেয়ারটেকার সরকারের অধীনে ক্ষমতা দিন। এই দলদাস আওয়ামী নির্বাচন কমিশন বাতিল করুন; তারপর তফসিল। দাবি না মানলে পরিণতি হবে ভয়ংকর।’
রিজভী বলেন, ‘এই তফসিলে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। কেয়ারটেকার সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না। জনগণ ৫৭ সেকেন্ডে নৌকা মার্কায় ৪৩টি সিল মারার কোনো প্রহসনের পাতানো নির্বাচন বাংলাদেশের মাটিতে হতে দেবে না।’
বিএনপির এই মুখপাত্র বলেন, ‘আওয়ামী লীগ কখনোই ‘সোস্যাল হারমোনি ও ডেমোক্রোসিতে’ বিশ্বাসী নয়। প্রতিপক্ষের বিরুদ্ধে ঘৃণার প্রচার ও প্রসারের সংস্কৃতি তৈরি করে। এজন্যই কুৎসিত ভাষায় আক্রমণ, কু-বাক্য ব্যবহার, টিপ্পনী কাটাসহ নানা মাত্রার জুলুম ও নিষ্ঠুরতা নামিয়ে আনা হয় বিরোধী দলের ওপর। কিন্তু এই জবরদস্তিমূলক দুঃশাসন যেকোনো মুহূর্তে উল্টে যেতে পারে সেটি আওয়ামী লীগ কখনো চিন্তা করে না।
Posted ১৬:১৮ | মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain