উত্তর গাজার একটি ভবনে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় এক পরিবারের ৩২ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১৯ জনই শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য দিয়েছে।
অবরুদ্ধ এ ফিলিস্তিনি ভূখণ্ডের বৃহত্তম শরণার্থী শিবির জাবালিয়ায় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিহত আবু হাবাল পরিবারের ৩২ সদস্যের নামের তালিকাও প্রকাশ করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
আল-জাজিরাকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউ-এর মুখপাত্র তামারা এল-রিফাই বলেছেন, গাজায় কোনো জায়গাই আর নিরাপদ নয়। জাতিসংঘের এ ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থাটি এখন আর তাদের আশ্রয়কেন্দ্র এবং স্কুলে আসা লোকদের সুরক্ষা দিতে সক্ষম নয়। কারণ, ইসরায়েলি সেনারা সেখানে বোমাবর্ষণ করছে।
জর্ডানের আম্মান থেকে কথা বলতে গিয়ে এল-রিফাই বলেছেন, এখন পর্যন্ত জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থাটির ৭০টি ভবনে হামলা করেছে ইসরায়েল।
তিনি বলেন, জাতিসংঘের কর্মীরাও আর সুরক্ষিত নয়। কারণ, তাদের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে হামলা হচ্ছে।
ইউএনআরডব্লিউ-এর মুখপাত্র তামারা এল-রিফাই বলেন, তাদের ভবনগুলোতে ইসরায়েলি হামলা সত্ত্বেও তাদের গাজা ছাড়ার কোনো ইচ্ছা নেই। কারণ, তারা এ ফিলিস্তিনি ভূখণ্ডের জনগণের প্রাণ বাঁচাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
তিনি বলেন, আমরা গাজা ছেড়ে কোথাও যাচ্ছি না। আমরা এখানকার জনগণের সঙ্গে থাকব।
এদিকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউ জানিয়েছে, ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় তাদের ১০৩ কর্মী নিহত হয়েছে।
শনিবার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় গাজায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে।
গাজার সরকারি স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের মধ্যে পাঁচ হাজার জন শিশু এবং তিন হাজার ৩০০ জন নারী।
ফিলিস্তিনি তথ্য কেন্দ্র জানিয়েছে, এক হাজার ৮০০ শিশু-সহ আরও তিন হাজার ৫৭০ জন নারী নিখোঁজ রয়েছেন।
ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলিরা এক হাজার ২৭০টি গণহত্যা চালিয়েছে। তারা মোট ২০০ চিকিৎসক, ২২ জন ফায়ার সার্ভিস কর্মী এবং ৫১ জন সাংবাদিককে হত্যা করেছে।
তাদের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি আগ্রাসনে ২৫টি হাসপাতাল এবং ৫২টি স্বাস্থ্যসেবা কেন্দ্র বন্ধ হয়ে গেছে। ইসরায়েলের সেনাবাহিনী ৫৫টি অ্যাম্বুলেন্সে হামলা করেছে।
এর আগে বৃহস্পতিবার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় গাজায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে হয়েছে ১১ হাজার ৫০০ জন। নিহত ফিলিস্তিনিদের মধ্যে চার হাজার ৭১০ জন শিশু এবং তিন হাজার ১৬০ জন নারী।
তারা জানিয়েছে, ইসরায়েলি সৈন্যরা আল-শিফা মেডিকেল কমপ্লেক্সের ভিতরে অনেক রোগী, আহত ব্যক্তি এবং বাস্তুচ্যুত ব্যক্তিদের পাশাপাশি বেশ কিছু চিকিৎসা ও নার্সিং কর্মীদের ওপর আক্রমণ করেছে। তাদের পোশাক খুলতে বাধ্য করেছে এবং তাদের অপমান করেছে। সূত্র : আনাদোলু এজেন্সি, আল-জাজিরা, বিবিসি