
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ৩০ অক্টোবর ২০২৩ | প্রিন্ট
স্বাধীনদেশ : সাভারের আশুলিয়ায় সর্বনিম্ন মজুরি ২৩ হাজার টাকা করার দাবি নিয়ে সড়কে নেমে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে কয়েকটি কারখানার প্রায় হাজার শ্রমিক। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েকটি টিয়ারসেল নিক্ষেপ করে।
সোমবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৮টা থেকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়া থেকে ছয়তলা পর্যন্ত কয়েকটি কারখানার শ্রমিক সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। এরপর কয়েকবার তাদের ছত্রভঙ্গ করে দিলেও পুনরায় তারা সড়কে নেমে আসেন। বেলা ১১টা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে আশুলিয়া থানা পুলিশ ও শিল্প পুলিশ-১ এর শতাধিক সদস্যরা। এছাড়া সাঁজোয়া জানসহ জলকামান আছে সেখানে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে রাখতে আমরা সর্বাত্মক চেষ্টা করছি। সড়কে যেন যান চলাচল স্বাভাবিক রাখা যায় সেটাই নিশ্চিত করছি।
Posted ০৮:২৭ | সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain