
| বুধবার, ১৯ মে ২০২১ | প্রিন্ট
গতকাল মঙ্গলবার দেশব্যাপী ঝড়বৃষ্টির সঙ্গে প্রচণ্ড বজ্রপাত হয়েছে। এতে বিভিন্ন জেলায় অন্তত ১৫ জনের অধিক মানুষের মৃত্যু হয়েছে। এমন আবহাওয়া আজ বুধবারও (১৯ মে) অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়াও দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
তাপপ্রবাহের পূর্বাভাসে বলা হয়, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, সীতাকুণ্ড, রাঙ্গামাটি, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, মাঈজদীকোর্ট, রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জ অঞ্চলসহ খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
Posted ১৩:৩৯ | বুধবার, ১৯ মে ২০২১
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain