
শাহরিয়ার মিল্টন | বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩ | প্রিন্ট
শেরপুর : অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ নাশকতাকারি মোঃ কামাল হোসেনকে (৩২) আটক করেছে র্যাব-১৪। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে শেরপুর সদরের ভাতশালা এলাকা থেকে এসব উদ্ধার ও তাকে আটক করা হয়। জানা গেছে, আটককৃত কামাল হোসেন গনই মমিনা কান্দা এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে। আর উদ্ধার করা হয় অবৈধ একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড কার্তুজ, একটি কিলিং চেইন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অভিযানিক দল জেলা সদরের ভাতশালা এলাকার সাবিনা ইয়াসমিনের টিনের ঘরে অভিযান চালায়। এ সময় নাশকতাকারি কামাল হোসেনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে একটি বিদেশী ওয়ান শুটারগান, এক রাউন্ড কার্তুজ, একটি কিলিং চেইন, একটি মোবাইল সেট (সীমসহ) এবং নগদ-৪শ টাকা উদ্ধার করা হয়।
জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এসব তথ্য নিশ্চিত করে বলেন, কামাল হোসেনের বিরুদ্ধে শেরপুর সদর থানায় কয়েকটি মামলা রয়েছে। এ ঘটনায় আটক আসামীর বিরুদ্ধে শেরপুর সদর থানায় মামলা দায়ের করে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে ।
Posted ১৩:০৬ | বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin