নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩ | প্রিন্ট
রাজধানীতে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। আজ বিকেল ৩টায় ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট এর সামনে সমাবেশ করবে তারা।
শোভাযাত্রা শুরু হয়ে এরপর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট, শাহবাগ, এলিফ্যান্ট রোড ও সিটি কলেজের সড়ক হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে শেষ হবে।
সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী। বক্তব্য দেবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ শীর্ষ নেতারা।
এদিকে ২৩ শর্তে মঙ্গলবার শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা পালনের অনুমতি পায় আওয়ামী লীগ। ক্ষমতাসীন দলের দফতর সম্পাদক মো. রিয়াজ উদ্দিনের আবেদনের প্রেক্ষিতে সমাবেশ করার অনুমতি দেয় ডিএমপি।
ডিএমপি কমিশনারের বিশেষ সহকারী সৈয়দ মামুন মোস্তফা স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। সমাবেশের অনুমতি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রিয়াজ উদ্দিন রিয়াজ।
Posted ০৭:৩২ | মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain