
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৭ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক আগামী বৃহস্পতিবার বিকেল ৫টায় গণভবনে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
বৈঠক উপলক্ষে প্রস্তুতির অংশ হিসেবে আজ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির নেতাদের কোভিড-১৯ টেস্ট হচ্ছে।
জানা গেছে, প্রায় তিন মাস পর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক হতে যাচ্ছে। চলতি বছর ১২ আগস্ট সর্বশেষ বৈঠক হয়। এবারের বৈঠকে নির্বাচন পরিচালনার জন্য নানা উপ-কমিটি গঠন, বিএনপি-জামায়াতের আন্দোলন মোকাবিলায় কৌশল নির্ধারণ এবং সমসাময়িক নানা বিষয়ে আলোচনা হবে।
Posted ০৭:১৯ | মঙ্গলবার, ০৭ নভেম্বর ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain