
| রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
অবৈধ মানি এক্সচেঞ্জের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করে অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া।
আজ (১১ সেপ্টেম্বর) মালিবাগ সিআইডি কার্যালয়ে মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিআইডি প্রধান বলেন, হুন্ডি বা অর্থপাচার রোধ, অবৈধ মানি এক্সচেঞ্জের কার্যক্রম এবং বৈধ মানি এক্সচেঞ্জের অনুনোমোদিত একাধিক শাখা স্থায়ীভাবে বন্ধ করার লক্ষ্যে সিআইডির সঙ্গে মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন একযোগে কাজ করবে।
সভায় অবৈধ হুন্ডি ব্যবসা, বৈধ এবং অবৈধ মানি এক্সচেঞ্জের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।
এসময় অবৈধ মানি এক্সচেঞ্জের বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন সিআইডিকে সর্বাত্মক সহযোগিতা করার বিষয়ে একমত পোষণ করে।
Posted ১৭:০৯ | রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain