
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৮ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
অবরোধের সমর্থনে নাইটিঙ্গেল মোড় থেকে মিছিল করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।
বুধবার (৮ নভেম্বর) বেলা ১২ টায় মিছিলটি বিজয় নগর আলরাজি ভবনের সামনে থেকে শুরু হয়। পরে পল্টন মোড় থেকে নাইটিঙ্গেল মোড় হয়ে পল্টন মোড়ে এসে শেষ হয়।
এলডিপির ভাইস প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরীর নেতৃত্বে মিছিলে অংশ নেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য নেয়ামূল বশির, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি।
মিছিলের আগে সমাবেশে এলডিপির ভাইস প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরী দুর্ভেদ্য উত্তাল আন্দোলন গড়ে তুলতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আওয়ামী লীগের এ কর্তৃত্ববাদী সরকারকে সরিয়ে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। কোনো আপোষ নয়, ফয়সালা হবে রাজপথে।
Posted ০৭:৫৮ | বুধবার, ০৮ নভেম্বর ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain