নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৫ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধকে সমর্থন জানিয়ে রাজধানীতে মিছিল করেছে গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা।
রোববার (৫ নভেম্বর) দুপুর সোয়া বারোটার দিকে পল্টন মোড় থেকে মিছিল শুরু করেন তারা।
পরে প্রেসক্লাবের সামনে থেকে ঘুরে তোপখানা রোডের মাথায় এসে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
মিছিলে নেতাকর্মীদের ‘জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো,’ ‘স্বৈরতন্ত্রের গদিতে, আগুন জ্বালো একসাথে’, ‘সর্বাত্মক অবরোধ, সফল করো সফল করো’, ‘অবরোধ অবরোধ, চলছেই চলবে’ সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, সরকার পরিকল্পিতভাবে গলাটিপে গণতন্ত্রকে হত্যা করছে। তার স্বৈরাচারী সিদ্ধান্তের কারণে সাংবিধানিক অধিকার পালন করা যাচ্ছে না। তাই অবরোধের মাধ্যমে সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হবে।
এসময় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, ভাসানী অনুসারী পরিষদ আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, বিপ্লবী ওয়ার্কাস পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমনসহ অন্যান্য নেতাকর্মীরা।
Posted ০৭:৩৪ | রবিবার, ০৫ নভেম্বর ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain