নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩ | প্রিন্ট
সরকারের পদত্যাগসহ একদফা দাবিতে বিএনপির ডাকে টানা ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হয়েছে।
অবরোধের সমর্থনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবীর নেতৃত্বে মঙ্গলবার সকালে রাজধানীর যাত্রাবাড়ী-মাতুয়াইল বিশ্বরোড এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। একপর্যায়ে মিছিলটি পুলিশি বাধার মুখে পড়ে ও ছত্রভঙ্গ হয়ে যায়।
নবীউল্লাহ নবী বলেন, আমরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে অবরোধ কর্মসূচি পালন করছিলাম। কিন্তু হঠাৎ করে পুলিশ আমাদের উপর লাঠিচার্জ করে। এক পর্যায়ে টিয়ারশেলও নিক্ষেপ করে। পুলিশের এই মারমুখি আচরণে আমাদের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন।
এদিকে, অবরোধের সমর্থনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে সাইনবোর্ড পর্যন্ত বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে বিএনপির নেতাকর্মীরা।
প্রসঙ্গত, একদফা দাবি আদায়ের লক্ষ্যে ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। একইসঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, এবি পার্টিসহ কয়েকটি দল-জোট অবরোধ কর্মসূচি ঘোষণা ও সমর্থন করেছে।
Posted ০৫:৪১ | মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain