নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৮ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
বিএনপি-জামায়াতের অবরোধের প্রতিবাদে রাজধানীর মধ্যবাড্ডায় বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। এসময় অবরোধবিরোধী স্লোগান দেন দলটির নেতাকর্মীরা।
বুধবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বেপারী টাওয়ারের পাশ থেকে বের হয় বিক্ষোভ মিছিলটি। শেখ বজলুর রহমান ও এস এম মান্নান কচির নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অংশ নেন আরও অনেকে।
এর আগে মিছিলে অংশ নেওয়া নেতারা বলেন, বিএনপি-জামায়াত অগ্নিসন্ত্রাস করে। এদের প্রতিহত করতে আওয়ামী লীগ মাঠে আছে। তাদের কোনো অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না।
Posted ০৯:১১ | বুধবার, ০৮ নভেম্বর ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain