নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩ | প্রিন্ট
অনলাইনে কেনাকাটা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে প্রতারণাও। এমনই একটি ঘটনা ঘটল ফিলিপাইনে। দেশটির এক বাসিন্দা অনলাইনে চিকেন ফ্রাই অর্ডার করে পেলেন আস্ত তোয়ালে ফ্রাই।
চিকেন ফ্রাই খেতে ভালোবাসেন বলে ফিলিপাইনের স্থানীয় নামী একটি দোকান থেকে অর্ডার করেছিলেন। খাবার আসার পর প্যাকেট খুলতেই চোখ ছানাবড়া ঐ তরুণীর। প্যাকেট খুলে দেখতে পান আস্ত তোয়ালে বেসন মুড়িয়ে ফ্রাই করে পাঠানো হয়েছে।
ঐ তরুণী জানান, স্থানীয় নামী একটি খাবারের দোকান থেকে ডিপ ফ্রায়েড চিকেন অর্ডার করেছিলেন তরুণী। ঘণ্টাখানেকের অপেক্ষার পর খাবার আসে। পছন্দের খাবার সামনে দেখে আর দেরি করেননি। তড়িঘড়ি খাবারের প্যাকেট খুলে খেতে বসেন। আর খেতে গিয়েই বুঝতে পারেন, চিকেন নয়, আকাশি রঙের ভাঁজ করা তোয়ালের গায়ে ব্যাটার মাখিয়ে ভেজে পাঠানো হয়েছে।
খাবারের ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করেন তিনি। খাবারটি উপর থেকে দেখে যথেষ্ট লোভনীয় মনে হবে। তবে একটু ঘুরিয়ে-ফিরিয়ে দেখলেই বোঝা যাবে আসল কাণ্ডটি। ছোট তোয়ালের গায়ে চিকেন ফ্রাইয়ের ব্যাটার মাখিয়ে ডোবা তেলে ভাজা হয়েছে।
কাজটি ভুলবশত যে হয়নি, পুরো কাজটিই মজা করে করা হয়েছে, সেটা স্পষ্ট। তবে ঐ তরুণী বুঝতে পারছেন না, কেন তার সঙ্গেই এমন মজা করা হলো। তা-ও এমন নামী একটা দোকান থেকে খাবার অর্ডার করা সত্ত্বেও।
তোয়ালে ফ্রাই নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে সমাজমাধ্যমে। অনেকেই লিখেছেন, ‘নতুন রেসিপি শিখলাম’। আবার মজা করে কেউ লিখেছেন, ‘তোয়ালে দিয়েও যে এমন মুখরোচক খাবার রাঁধা যায়, তা জানতেই পারতাম না।
সূএ:ডেইলি-বাংলাদেশ
Posted ০৭:২৭ | মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain